কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়?

ইংরেজিতে প্যারাগ্রাফ আর বাংলায় যাকে বলে অনুচ্ছেদ। আর এটিই কীভাবে লিখতে হয় তাই জানবো আজকের এই লেখায়।

পরিচিতি

যেকোনো বিষয়ে যখন প্যারাগ্রাফ লিখতে বলা হয় প্রথম ২-৩ লাইনেই আপনার উচিৎ সেই বিষয়টি আসলে কি তাই পরিষ্কার করে বলা। তাই এই ২-৩ লাইনে আপনি সেই বিষয় টি কোনো সংজ্ঞা লিখে দিলেও হয়ে যাবে।

বর্ণনা

যে বিষয়ের উপর আপনি প্যারাগ্রাফ লিখছেন সেই বিষয়টি নিয়ে ব্যাখামূলক ৪-৫ লাইন লিখবেন। এই বিষয়টি কবে থেকে হয়ে আসছে বা আমাদের জীবনে এর প্রভাব আগে কেমন ছিল আর এখন কেমন এই রকমের।

উপকারিতা-অপকারিতা

এই পর্বে আপনি লিখবেন সেই বিষয়টি কি ধরণের উপকারে আসে বা কি ধরণের ক্ষতির কারণ হতে পারে। এই ভাগে ৩-৪ টি লাইন যুক্ত করতে পারেন। তবে উপকারিতা বা অপকারিতা যদি বেশি হয় তবে সেই সম্পর্কে আরো বিস্তারিত লিখতে পারেন।

করনীয়

এই পর্বে আলোচনা করতে হবে উক্ত বিষয়টি কীভাবে ভালোভাবে সমাজে রাখা যায়। যদি খারাপ দিক বেশি হয় তবে তা নিয়ন্ত্রনে কি কি করণীয় তা নিয়ে আলোচনা করবেন। আর কীভাবে সেই বিষয়টি সমাজের ও দেশের জন্য সার্বিকভাবে মঙ্গলজনক হয় তা নিয়ে আলোচনা করবেন।

উপসংহার

এই ভাগে আপনি ১-২ লাইনে বিষয়টি সম্পর্কে সর্বশেষ কিছু কথা লিখবেন।

আশা করি আপনি এইভাবে যেকোনো প্যারাগ্রাফ লিখলে পূর্ণ নম্বর পাবেন ইনশাআল্লাহ্‌।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *