ম্যাক্সপ্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব : ম্যাক্স প্ল্যাঙ্কের মতে শক্তি নিরবচ্ছিন্ন নয়। অর্থাৎ, যখন কোনো পদার্থ থেকে শক্তির শোষণ বা বর্জন ঘটে তখন তা ক্রমান্বয়ে হয় না। এটি সব সময়ই অতি ক্ষুদ্র একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির গুণিতক। এই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে কোয়ান্টাম বলে। আলোর ক্ষেত্রে এই কোয়ান্টাম বা ক্ষুদ্রতম পরিমাণের নাম ফোটন।
তিনি প্রমাণ করেন যে,
প্রতি কোয়ান্টামে শক্তির পরিমাণ ঐ কোয়ান্টামের কম্পাঙ্কের সমানুপাতিক।
অর্থাৎ,
লিখেছেনঃ মুরাদ স্যার