চাপ কাকে বলে?

কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কে চাপ (Pressure) বলে। একে P দ্বারা প্রকাশ করা হয়।

ধরি, কোনো বস্তুর A বর্গমিটার ক্ষেত্রফলে F (N) বল প্রয়োগ করা হলো। তবে চাপের সংজ্ঞানুসারে পাই,

1 বর্গমিটারে দেওয়া হয় = F/A পরিমাণ বল।

তাই, চাপ, P = F/A

চাপের এককঃ 

একে প্যাসকেল বলে। যা চাপের আন্তর্জাতিক একক। এছাড়াও আরও একক রয়েছে।

চাপের অন্যান্য এককঃ 

  • বায়ুমন্ডলীয় বা atm একক
  • পারদ চাপ বা Hg একক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *