বিজ্ঞানী বোর তাঁর মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসেবে ব্যাখা করেছেন। কিন্তু 1924 সালে ফ্রান্সের বিজ্ঞানী লুইস ডি ব্রগলী তাঁর বিখ্যাত PhD গবেষণায় প্রকাশ করেন, “বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হলেও তার মধ্যে অবশ্যই তরঙ্গ প্রকৃতি রয়েছে। ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণার মধ্যেও কণা ও তরঙ্গ উভয় ধর্মই বিদ্যমান”।
লিখেছেনঃ মুরাদ স্যার (01718-862020)