Class 6 Math Chapter 1

ষষ্ঠ শ্রেণী

অধ্যায় ১: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ

  • ১ মিলিয়ন = ১০ লক্ষ
  • ১ বিলিয়ন = ১০০ কোটি
  • ১ কেজি = ১০০০ গ্রাম
  • ১ কুইন্টাল = ১০০ কেজি
  • ১ টন = ১০০০ কেজি
  • ১ মিটার = ১০০ সেমি
  • ১২ ইঞ্চি = ১ ফুট

মৌলিক সংখ্যাঃ যে সকল সঙ্খ্যা কে ঐ সঙ্খ্যা ও ১ ছাড়া অন্য কোনো সঙ্খ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়না তাকে মৌলিক সঙ্খ্যা বলে।

যৌগিক সংখ্যাঃ যে সকল সঙ্খ্যা কে ঐ সঙ্খ্যা ও ১ ছাড়াও অন্য সংখ্যা দিয়েও নিঃশেষে ভাগ করা যায়না তাকে যৌগিক সঙ্খ্যা বলে।

সহমৌলিক সংখ্যাঃ দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক ১ ছাড়া অন্য কোনো সঙ্খ্যা না থাকলে সঙ্খ্যা দুইটিকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে।

বিভাজ্যতা নির্ণয়

  • কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি ০ বা জোড় হলে তা ২ দ্বারা বিভাজ্য।
  • কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে বা একক ও দশক স্থানীয় উভয় অঙ্কের মান শূন্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।
  • কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য।
  • কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে।
  • কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও ৯ দ্বারা বিভাজ্য হবে।

গ.সা.গু= গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক= প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. বলে।

ল.সা.গু = লঘিষ্ঠ সাধারণ গুণিতক = প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।

দুইটি সংখ্যার গুণফল = গ.সা.গু * ল.সা.গু

ভগ্নাংশ

  • যে ভগ্নাংশের হর বড়, লব ছোট থাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
  • যে ভগ্নাংশের হর ছোট, লব বড় থাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
  • মিশ্র ভগ্নাংশ হচ্ছে এমন যাতে দুইটি অংশ থাকে। একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ।

কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ঐ ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়।

সরলীকরণঃ

BODMAS এর নিয়ম অনুযায়ী সরল করতে হয়।

  • B = Bracket
  • O = Of
  • D = Division
  • M = Multiplication
  • A = Addition
  • S = Substraction

এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ফ্রি টিউটোরিয়াল পেতে EduLive Academy

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *