SSC Physics Chapter 3 Model Test CQ

পূর্ণমানঃ ২০

সময়ঃ ৪০ মিনিট

১। 3.92 N ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms-2 ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5N।

ক) বল কাকে বলে?

খ) পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শুন্য কেন? বুঝিয়ে লিখ।

গ) গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো।

ঘ) ঘর্ষণযুক্ত ও ঘর্ষণহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে মূল্যায়ন করো।

২। 30 kg ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল 5s ক্রিয়া করায় এর বেগ 15 m/s হয়। এরপর বস্তুটি সমবেগে 2s চলার পর বাধাদানকারী বল প্রয়োগ করে 3s এ বস্তুটি থামানো হয়।

ক) ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।

খ) একটি কাঠের গুরি দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলাগাড়িতে তুলে নেওয়া সহজ কেন? ব্যাখা করো।

গ) যাত্রা শুরুর ১ম 5s এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো।

ঘ) তথ্যানুসারে বল-সময়ের লেখচিত্র অঙ্কন করো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *