ষষ্ঠ শ্রেণী বাংলা ১ম পত্র
সততার গল্প জ্ঞানমূলক
১। স্বর্গীয় দুত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন?
উত্তরঃ তিনজন।
২। আমির শব্দের অর্থ কি?
উত্তরঃ ধনবান।
৩। “দোহাই” শব্দের অর্থ কি?
উত্তরঃ শপথ বা কসম।
৪। টাকওয়ালা লোকটি কি চেয়েছিল?
উত্তরঃ গাভী চেয়েছিল।
৫। পরীক্ষা নেওয়ার জন্য কে এসেছিল?
উত্তরঃ ফেরেশতা।
৬। স্বর্গীয় দূত কাকে একটি গাভিন উট দিলেন?
উত্তরঃ ধবল রোগীকে।
৭। ফেরেশতা উটওয়ালার কাছে উট চাইতে গেলে কি বলেছিল?
উত্তরঃ উটের অনেক দাম বলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৮। বেজার শব্দের অর্থ কি?
উত্তরঃ অখুশি।
৯। “সততার পুরষ্কার” গল্পের রচয়িতা কে?
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ।
১০। নূর শব্দের অর্থ কি?
উত্তরঃ আলো।