সুভা গল্পের বহুনির্বাচনী প্রশ্ন
১। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল?
(ক) সুভাষিনীর (খ) বাণীকণ্ঠের
(গ) সুকেশিনীর (ঘ) প্রতাপের
২। বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?
- সুভাকে বিয়ে দেবেন বলে
- সুভা কথা বলতে পারে না বলে
iii. মেয়েটির ভবিষ্যৎ ভেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়
৩। মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলো-
(ক) ইতর প্রাণী প্রতি আনুগত্য প্রকাশ
(খ) একাকিত্বের সাথি ইতর প্রাণী
(গ) ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ
(ঘ) সবার থেকে নিজেকে আড়ালে রাখা
৪। উদ্দীপকের মূলভাব ‘সুভা’ গলেপর কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
- দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া
- দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা
iii. মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৫১ খ্রিষ্টাব্দে (খ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৭১ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৮১ খ্রিষ্টাব্দে
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১২৬১ (খ) ১২৬২ (গ) ১২৬৮ (ঘ) ১২৭২
৭। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো?
(ক) মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন
(খ) ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা
(গ) রক্তকরবী, চোখের বালি, কল্পনা, চিত্রা
(ঘ) চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী
৮। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
(ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) সুরেন্দ্রনাথ ঠাকুর
৯। রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান
(ক) ক্ষণিকা (খ) মানসী
(গ) সোনার তরী (ঘ) গীতাঞ্জলি
১০। এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?
(ক) কেনজাবুরো ওয়ে (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নাগিব মাহফুজ (ঘ) অরহান পামুক
১১। “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য?
(ক) প্রমথ চৌধুরী (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
১২। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি
(ক) তিনি ৭ই আগস্ট জন্মগ্রহণ করেন
(খ) তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি
(গ) তাঁর পিতার নাম প্রিন্স দ্বারাকানাথ
(ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন
১৩। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য
(ক) আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য
(খ) নোবেল পুরস্কার প্রাপ্তি
(গ) আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন
(ঘ) বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্যে
১৪। বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে
(ক) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
(খ) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাস
(গ) আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন
(ঘ) দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ এর মৃত্যুর পরে
উত্তর সহ সম্পূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন পেতে আমাদের WhatsApp এ নক দিন।