SSC Physics Chapter 5 Suggestion PDF

অধ্যায়-৫: পদার্থের অবস্থা ও চাপ (অনুশীলন)

 জ্ঞানমূলক

১। চাপ কাকে বলে?

২। 10 প্যাসকেল কাকে বলে?

৩। ঘনত্ব কি?

৪। কোন 10 cm3 বস্তুর ভর 5 কেজি হলে এর ঘনত্ব কত?

৫। নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরে কোন বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে?

৬। কোন বস্তুর ঘনত্ব 5কেজি/মি3 বলতে কি বোঝায়?

৭। ইয়ং মডুলাস কাকে বলে?

৮। প্যাসকেলের সূত্রটি লিখ।

৯। আর্কিমিডিসের সূত্রটি লিখ।

১০। স্থিতিস্থাপকতা কি?

১১। হুকের সূত্রটি লিখ।

১২। পীড়ন কাকে বলে?

১৩। পৃথিবী পৃষ্ঠে বায়ু চাপ কত?

১৪। প্লবতা কাকে বলে?

১৫। প্লাজমা কি?

১৬। বিকৃতি কাকে বলে?

১৭। বল বৃদ্ধিকরণ নীতি কি?

১৮। প্রবাহী কাকে বলে?

১৯। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি?

২০। স্থিতিস্থাপক গুনাঙ্ক কাকে বলে?

২১। বাল্ক মডুলাস বা বাল্কের গুনাঙ্ক কি?

 অনুধাবন মূলক

১। উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক- কেন ব্যাখ্যা কর।

২। কোন বস্তু কেন ভাসে ব্যাখ্যা কর।

৩। লোহার তৈরি জাহাজ পানিতে ভাসলেও এক টুকরা লোহা কেন পানিতে ডুবে-ব্যাখ্যা কর।

৪। ব্যারমিটারে হঠাৎ পারদের উচ্চতা দ্রুত কমে গেলে কি বুঝতে পারা যায়?

৫। টরিসেলের শুন্যস্থান কি সত্যিকার অর্থে কি শূন্য?

৬। পীড়ন কিভাবে বিকৃতি ঘটায় ব্যাখ্যা কর।

Full PDF

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *