দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজনের বিষয়ে আলোচনা করছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এবার ভর্তি নীতিমালায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। সুযোগ পেতে পারেন মানোন্নয়নের শিক্ষার্থীরাও।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তৈরিকৃত নীতিমালা সংস্কার করা হবে। দরিদ্র কোটায় ভর্তি যোগ্যদের মাপকাঠি নির্ধারণ, এইচএসসির মানোন্নয়নের শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া, জিপিএ নম্বর কমিয়ে আনাসহ বেশ কিছু বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।
Source: The Daily Campus