বিষয় বাংলা
তৃতীয় শ্রেণি
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট [দ্রষ্টব্য ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] পূর্ণমান ১০০
১| সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১*৫=৫
১. লালবাগ কেল্লায় কি বারে ঘুরতে গিয়েছিল?
ক. রবিবার খ. সোমবার গ. শনিবার ঘ.বুধবার
২. বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে–
ক. কর্ণফুলী খ. নাফ গ. পিয়াইন ঘ.বুড়িগঙ্গা
৩.মোরগ লড়াই অংশ নিয়েছিল–
ক. সাতজন খ. আটজন গ. পাঁচজন ঘ. নয়জন
৪. তাল গাছ উঁকি মারে –
ক. আকাশে খ.বাতাসে গ.জানালায় ঘ.দরজায়
৫.হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন– ক. ক্র েস্ট খ. মেডেল গ. মালা ঘ. বই
২| নিচের যেকোনো পাঁচটি শব্দের অর্থ লেখ। ১*৫=৫
রাজার দরবার, নোটবুক, ঘাটি, বায়ু, ক্রীড়া, রাঙ্গা ক্ষোভ
৩| শূন্যস্থান পূরণ কর যে কোন পাঁচটি। ৫*১=৫
চাঁদ, কাজল, সাপ, শাপলা, সবুজ ঘাস, পাতি হাঁস, ফোকলা, খলসে।
ক. খোকন হাসে ——— দাঁতে।
খ. ——–হাসে তার সাথে সাথে।
গ. ——– বিলে ——— হাসে।
ঘ. হাসে _______।
ঙ. _____ মাছের হাসি দেখে।
চ. হাসেন ______।
ছ. _____ মুরগির ডিম ভেঙেছে।
৪| নিচের প্রশ্ন গুলোর উত্তর লেখ যেকোনো পাঁচটি। ৫*৫=২৫
ক. কিভাবে ব্যাঙের গায়ে দাগ হল?
খ. ব্যাঙের কথা শুনে রাজা কি বললেন?
গ. ‘হাসি’ কবিতাটি কে লিখেছেন? হাসি কবিতা সম্পর্কে চারটি বাক্য লেখ।
ঘ. হযরত আবু বকর (রা.) কে কেন খলিফা নির্বাচন করা হয়েছিল?
ঙ. আমাদের শহর সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
চ. মসরিনের সুতা কিভাবে তৈরি হতো?
ছ. রাজারবাগ পুলিশ লাইন কিভাবে স্মৃতি বহন করে?
জ. আমাদের আত্মীয়দের আমরা কি কি বলে ডাকি?
৫| নিচের শব্দ দিয়ে বাক্য গঠন কর যেকোনো পাঁচটি। ২*৫=১০
আলসে, পাখি, কল্পনা, সারাদিন, মেধাবী, অন্ধকার, শিক্ষক।
৬| ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বামদিকের সাথে মিল কর। ১*৫=৫
খোকন হাসে | রাঙা ঠোঁটে। |
চাঁদ হাসে | শাপলা হাসে। |
কাজল বিলে | হাসেন পাতি হাঁস। |
টিয়ে হাসে | ফোকলা দাঁতে। |
খোষে মাছের হাসি দেখে | খোকনের সাথে। |
৭| নিজের যেকোনো পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে লেখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি কর। ২*৫=১০
ন্ট, ব্ব, ন্ন, স্ট, ক্ষ
৮| নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তর পত্রে লেখ।
দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে আমরাই নদীতে পলিথিন আর ময়লা ফেলছি নদীকে নোংরা করছি
৯| নিচের যেকোন পাঁচটি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্রে লেখ। ৫
কাজ, কষ্ট, সাদা, জগত, কাজল, মাথা, সহপাঠী
১০| তোমার পাঠ্য বই থেকে কবিতা ও কবির নাম সহ ‘তাল গাছ’ কবিতার প্রথম ৮ লাইন উত্তরপত্রে লেখ। ১০
১১| মনে কর তুমি তোমার স্কুল লাইব্রেরির সদস্য হতে চাও লাইবেরিয়ান এর কাছ থেকে একটি কার্ড সংগ্রহ করো এবং কার্ডটি পূরণ কর। ৫
১২| বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ। ১০