Civics 2nd Part Chapter 1 Model Test CQ

অধ্যায়ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা

শ্রেণি: এইচএসসি, বিষয়: পৌরনীতি ও সুশাসন (২য় পত্র)

(সৃজনশীল অংশ)

সময়: ৪০ মিনিট                                                                                পূর্ণমান: ২০

 

১.   ঔপনিবেশিক শাসন ও নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত ‘গ’ রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করে চলেছে। গণআন্দোলনে বাধ্য হয়ে শাসকগোষ্ঠী একটি নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রকে দুভাগে ভাগ করে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়ে দেশ ত্যাগ করে।

ক. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন?

খ.   বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?

গ.   উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আইনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

ঘ.   উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের গুরুত্ব বিশ্লেষণ করো।

২.   ভারতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য ১৮৮৫ সালে সর্বপ্রথম এ উপমহাদেশে একটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। মুসলমানগণও তাদের স্বার্থ এবং দাবি-দাওয়া পূরণের উদ্দেশ্যে আরো একটি রাজনৈতিক দল গঠন করেন। দল দুটি প্রাথমিক পর্যায়ে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখায়। পরবর্তীতে দল দুটির নেতৃত্বে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

ক. দ্বি-জাতি তত্তে¡র প্রবক্তা কে?

খ.   প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝ?

গ.   উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে?

ঘ.   যেকোনো একটি রাজনৈতিক দলের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করো। ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন করো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *