ইসলাম ও নৈতিক শিক্ষা
তৃতীয় শ্রেণি
সময় – ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান – ১০০
১| নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্র লেখ। ২*১৫=৩০
ক) আসমানী কিতাব বলতে কী বোঝানো হয় ?
খ) ধর্মীয় সম্প্রীতি কি ?
গ) ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন হয় কেন ?
ঘ) হিলফুল ফুজুল কি ?
ঙ)গোসলের প্রধান কাজ কয়টি?
চ ) ওযুর প্রধান কাজ কয়টি?
ছ ) হাযরে আসওয়াদ কি?
জ ) সহিফা কাকে বলে?
ঝ ) কি বায়ু দূষণ ঘটায়?
ঞ)ইসলামিক কোন কাজ নিষিদ্ধ?
ট) সানা শব্দের অর্থ কি?
ঠ) পুকুর, খাল ও নদীতে ময়লা আবর্জনা ফেললে কি দূষিত হয়?
ড) একটি মানবিক গুণের নাম লেখ।
ঢ) বিশ্বাসী কাকে বলে?
ন) নৈতিক্ ও মানবিক গুণ কে কি বলা হয়?
২| সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তর পথ লেখ (যেকোনো ১২ টি) ১*১২=১২
ক) প্রতিদিন — সালাত আদায় করতে হয়।
খ) মেঘ থেকে — হয়।
গ) সূর্যের আলো না থাকলে পৃথিবী — হয়ে যেত।
ঘ) আমাদের জন্মভূমি—।
ঙ) প্রতিবেশী অসুস্থ হলে আমরা তার — নেব।
চ) — থেকে আমরা অক্সিজেন পাই।
ছ) — থেকে আমরা ফল মূল পাই।
জ) মানুষ হিসেবে সব ধর্মের লোক —।
ঝ) মদিনা সনদ হল মদিনায় — প্রতিষ্ঠার জন্য লিখিত একটি চুক্তি।
ঞ) হজ অর্থ—।
ট) রোজাকে আরবিতে — বলে।
ঠ) হযরত আবু বকর (রা.) — করে উপার্জন করতেন।
ড) উদারতা মানুষের একটি — গুণ।
ঢ) মহানবী (স.) সবাইকে নিজ ধর্ম পালনের — দিয়েছেন।
৩| বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাকাংশের মিল করে উত্তর পত্র লেখ: ২*৫=১০
বাম পাশ | ডান পাশ |
১. নিজের দেশকে ভালবেসে এর উন্নয়নের জন্য | প্রধান দায়িত্ব। |
২. মহানবী (স.) মক্কা থেকে হিজরত করে | মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। |
৩. মদিনা সনদ প্রণয়নে অশান্ত | নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করব। |
৪. যারা শহীদ হয়েছেন তাদের জন্য | মদিনায় চলে যান। |
৫. পড়ালেখা করা আমাদের | দোয়া করব। |
গাছ লাগাব। | |
মক্কায় আসেন |
৪| নিচের প্রশ্নগুলো হতে যে কোনো আটটি প্রশ্নের উত্তর লেখ : ৬*৮=৪৮
ক) দৈনন্দিন জীবনে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করবে সে সম্পর্কে কি তালিকা তৈরি কর।
খ) হিলফুল ফুজুল কে গঠন ?করেছেন এটি কেন গঠন করা হয়? এর চারটি উদ্দেশ্য লেখ।
গ) সালাত কেমন ইবাদত? নিয়ম মত সালাত আদায় করতে হয় কেন ? সালাতের চারটি নৈতিক উপকার লেখ।
ঘ) আখলাকে হামিদা কি? উত্তম চরিত্র গঠনের উপায় সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
ঙ) আমরা জীব ও প্রকৃতির প্রতি কিরূপ আচরণ বা যত্ন নেব এ বিষয়ে ছয়টি বাক্য লেখ।
চ) সহমর্মিতা কি সহমর্মিতার উদ্দেশ্য গুলো পাঁচটি বাক্যে লেখ।
ছ) প্রকৃতি ও জীবজগৎ আমাদের কি কি উপকারে আসে?
জ) মহানবী সাঃ এর বাল্যকাল সম্পর্কে ছয়টি বাক্য লেখ।
ঝ) কিভাবে তোমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে পারো?
ঞ) ঈমান কি আল্লাহর উপর ঈমান আনা কেন গুরুত্বপূর্ণ?