তোমরা যারা এবছর এইচ এস সি দিচ্ছো বা সামনে দিবে তাদের জন্য আগামী সময় অত্যন্ত গুরুত্বপুর্ণ এবং একইসাথে পরিশ্রমের। সব কথার এক কথা পরিশ্রম না করলে তুমি তোমার স্বপ্নে পৌঁছাতে পারবেনা। তবে, একটি সাজানো গোছানো পরিশ্রম অবশ্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে সবার থেকে। তো চলো আজকে জানি কিভাবে ভর্তি পরীক্ষায় ভালো করবে।
সিলেবাস চার্ট তৈরি
তোমার ভর্তি পরীক্ষা যে সিলেবাসে হবে তার প্রতিটি টপিক একটি খাতায় নোট করবে এবং তার পাশে লিখে রাখবে যে সেটা তুমি পড়েছো কিনা। বা প্রতিটি অধ্যায়ের এমসিকিউ এবং ব্যাখ্যা মূলক প্রশ্ন গুলো পড়েছো কিনা। এইভাবে প্রতিটি বিষয়ের উপর সিলেবাস চার্ট বানাও। এতে তোমার প্রস্তুতির উপর তোমার ধারণা থাকবে এবং কোন কোন অধ্যায়ে কেমন সময় দিতে হবে জানতে পারবে।
কালার মার্কিং
কিছু কিছু প্রশ্ন যা বিগত বছরগুলোতে বেশি বেশি এসেছে সেগুলোকে একটি রঙিন কালারের কলম দিয়ে দাগিয়ে রাখবে পাশপাশি তোমার কাছে যে প্রশ্নগুলো কঠিন বা কনফৌজিং লাগে সেগুলো অন্য একটি কালারের কালি দিয়ে মার্ক করবে। এতে করে যখন তোমার পরীক্ষার সময় ঘনিয়ে আসবে তখন এই রং আর দাগানো গুলো দেখে তুমি তোমার প্রস্তুতি খুব সহজে যাচাই করে নিতে পারবে।
টিউটর গাইডেন্স
এখনকার সময়ে অনে শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখা যায় ক্লাস বা কোচিং এর পরেও কিছু সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় কিন্তু এর জন্য হয়তো নিজে সমাধান করতে পারছে না। তাদের জন্য আমাদের উপদেশ হচ্ছে তুমি যেখানে পড়তে চাও সেই ডিপার্টমেন্ট এ পড়ে এমন কোনো টিউটর কাছে তুমি পড়তে পারো। এতে তোমার বুঝতে ও কনফিউশন দূর করতে অনেক সুবিধা হবে।
যদি এক্সপার্ট টিউটর খুঁজে পেতে অসুবিধা হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।