১.পিউরিন জাতীয় ক্ষারক হলো-
- অ্যাডনিন
- গুয়ানিন
iii. থাইমিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২.নিউক্লিওসাইড ফসফোরিক এসিডের সাথে যুক্ত হয়ে গঠন করে
ক) নিউক্লিওটাইড খ) রাইবোজ শর্করা
গ) ফসফোলিপিড এসিড ঘ) রাইবোনিউক্লিক এসিড
সঠিক উত্তর: (ক)
৩.ক্লোরোপ্লাস্টের জন্য প্রযোজ্য-
- ৫০-৬০টি গ্রানা থাকে
- আকৃতি (পেয়ালাকৃতি, সর্পিলাকার, জালিকার)
iii. ব্যাস ৩-৫ মাইক্রেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪.মানবদেহে ক্রোমোসোমের সংখ্যা কত?
ক) ২৩টি খ) ৪৪টি গ) ৪৬টি ঘ) ১৬০০টি
সঠিক উত্তর: (গ)
৫.মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা কিছু দূর পর পর আঙ্গুলের মতো ভাঁজ হয়ে যে উপবৃদ্ধির মত গঠন তৈরি করে তাকে কী বলে?
ক) মাইক্রোভিলাই খ) অক্সিসোম
গ) ক্রিস্টি ঘ) গ্রানাম
সঠিক উত্তর: (গ)
৬.ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের শতকরা কত অংশ লিপিড?
ক) ১০-২০ খ) ১০-৩০ গ) ১০-৪০ ঘ) ১০-৫০
সঠিক উত্তর: (ক)
৭.প্রাথমিক কোষপ্রাচীরের নির্মাণ উপাদান –
- সেলুলোজ
- হেমিসেলুলোজ
iii. পেকটিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮.ফটোসিনথেটিক ইউনিটে থাকে –
- ক্লোরোফিল – A
- ক্লোরোফিল – B
iii. ক্লোরোফিল – C
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯.বিজ্ঞানী ক্যামিলা গলজি কোন দেশীয়?
ক) চীন খ) ইতালি গ) ইংরেজ ঘ) স্প্যানিশ
সঠিক উত্তর: (খ)
১০.ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পদার্থ সঞ্চয় করে?
ক) স্টার্চ বা শ্বেতসার খ) তেল ও স্নেহ
গ) প্রোটিন ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (খ)
১১.লাইসোসোমকে কোষের সুইসাইডল স্কোয়াড বলার কারণ কোনটি?
ক) আমিষ সংশ্লেষণ খ) অটোফ্যআগ প্রক্রিয়া
গ) স্নেহ জাতীয় পদার্থের বিপাক ঘ) পিনোক্যাগি প্রক্রিয়া
সঠিক উত্তর: (খ)
১২.প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?
ক) ২০-৪০% খ) ৩০-৬০%
গ) ৫০০-৭০% ঘ) ৭০-৯০%
সঠিক উত্তর: (ঘ)
১৩.DNA অণুর মূল কাঠামো কোনটি?
ক) গুয়ানিন খ) নিউক্লিওটাইড
গ) অ্যাডেনিন ঘ) সাইটোসিস
সঠিক উত্তর: (খ)
১৪.বংশবৃদ্ধিতে DNA অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি –
ক) বৃহৎ জৈব রাসায়নিক অণু
খ) N2 দ্বারা গঠিত
গ) নিউক্লিয়াসে পাওয়া যায়
ঘ) প্রতিরূপ সৃষ্টি করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১৫.জিনের বৈশিষ্ট্য হচ্ছে –
- জিন DNA দ্বারা গঠিত
- ক্রোমোজোম দেহে প্রত্যেক জিনের স্থান নির্দিষ্ট
iii. একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)