SSC Bangla 1st Dhaka Board 2022 MCQ

০১. ‘নিমগাছ’ গল্পে নতুন ধরনের লোকটি কে ?

ক) লক্ষী বউ             খ) বিজ্ঞ ব্যক্তি            গ) কবিরাজ              ঘ) কবি

০২. রাইফেল চালানোর কথা শুনে আবদুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার-

ক) আন্তরিকতা          খ) বুদ্ধিমত্তা              গ) সাহসিকতা            ঘ) সাবলীলতা

০৩. ‘জীবন-সঙ্গীত’ কবিতেয় ‘এ জীবন নিশার স্বপন’ বলতে জীবনের কোন দিকটিকে বোঝানো হয়েছে ?

ক) ক্ষণস্থায়িত্ব            খ) স্বপ্নময়তা             গ) কল্পনা                ঘ) হতাশা

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় যখন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে অন্যত্র চলে যাচ্ছে তখনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক গোপনে জুম মিটিং-এর মাধ্যমে এলাকার যুবকদের সংঘটিত করে প্রতিবাদী করে তুলছে।

০৪. উদ্দীপকের রফিক ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মনোভাব ধারণ করেছে ?

ক) বুধা                  খ) শাহাবুদ্দিন            গ) মিঠু                  ঘ) আলি

০৫. সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে-

  1. বুদ্ধিমত্তা ii. দেশপ্রেম              iii. সাহসিকতা

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii                খ) i ও  iii               গ) ii ও iii               ঘ) i, ii ও iii

০৬. ‘বঙ্গবাণী’ কবিতায় মূল সুর-

  1. মানবপ্রেম ii. ভাষাপ্রেম             iii. দেশপ্রেম

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii                খ) i ও  iii               গ) ii ও iii               ঘ) i, ii ও iii

০৭. ‘রানার’ কবিতায় রানারের প্রিয়ার একা শয্যায় বিনিন্দ্র রজনী জাগার কারণ কী ?

ক) ক্ষুধা                  খ) পরিশ্রম               গ) ভীতি                 ঘ) অভিমান

০৮. ‘মমতাদি’ গল্পে মমতাদির চোখের অবস্থা কেমন ছিল ?

ক) নিষ্প্রভ               খ) অনুজ্জ্বল              গ) অচঞ্চল               ঘ) নিষ্পলক

০৯. ‘তাই করা হোক’ ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার একথা বলার কারণ কী ?

ক) দেশপ্রম               খ) সন্তান বাৎসাল্য        গ) আত্মমর্যাদাবোধ       ঘ) স্বাধীকার চেতনা

১০. বুধার মা-বাবা কীভাবে মারা যান ?

ক) যুদ্ধে                  খ) ক্ষুধায়                গ) কলেরায়              ঘ) আগুনে

১১. ‘অমি কি বকরি-ঈদের গরু ছাগল না কী ?’- এখানে তাহেরার কোন মনোভাব প্রকাশ পেয়েছে ?

  1. প্রতিবাদ ii. স্বকীয়তা             iii. অহমিকা

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii                খ) i ও  iii               গ) ii ও iii               ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

দরিদ্র পরিবারের অল্প বয়সি মেয়ে সালমাকে এলাকার মোড়ল বিয়ের জন্য প্রচেষ্টা চালান। কিন্তু সালমা ও এলাকাবাসীর মনোভাব বুঝতে পেরে মোড়ল একসময় পিছিয়ে আসেন।

১২. উদ্দীপকের মোড়ল ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মানসিকতা ধারণ করেছে ?

ক) হাতেম আলি          খ) হাশেম আলি          গ) বহিপীর               ঘ) হকিকুল্লাহ

১৩. উদ্দীপকের মোড়লের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যের ভিত্তি হলো-

  1. কৌশল ii. বাস্তবজ্ঞান iii. অসহায়ত্বের সু্যোগ গ্রহণ

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii                খ) i ও  iii               গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৪. ‘শিক্ষা মনুষ্যত্ব’ প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে ?

ক) দুই                  খ) তিন                  গ) চার                   ঘ) পাঁচ

১৫. কোনটিকে নাটকের প্রাণ বলা হয় ?

ক) ভাষা                 খ) চরিত্র                 গ) কাহিনি               ঘ) সংলাপ

১৬. ‘সুভা’ গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী ?

ক) বুদ্ধি                  খ) শ্রবণ                  গ) দৃষ্টি                   ঘ) বাক

১৭. আজকের বাজারে কোন শ্রেণির লোকের অভাব নেই ?

ক) বিদ্বান                খ) বিদ্যাদাতা             গ) বিদ্যাগ্রহীতা           ঘ) বিদ্যানুরাগী

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বই পড়ার খুব শখ হাসানের। কিন্তু বাবা মারা যাবার কারণে তা আর হয়ে ওঠেনি। অনেকদিন পর তার আবার ইচ্ছে হলো বই পড়তে এবং নতুন করে আরম্ভ করলো।

১৮. উদ্দীপকের হাসান ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে ?

ক) রুমী                  খ) জামী                 গ) লেখিকা               ঘ) শরীফ

১৯. উদ্দীপকের হাসানের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যপূর্ণ কাজ-

ক) বাগান করা           খ) রান্না করা             গ) বই পড়া              ঘ) ডায়েরি লেখা

২০. ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিলবিন্যাস কী ?

ক) কখ খক কখ খক     খ) কখ কখ কখ কখ     গ) কখ খগ কখ খগ      ঘ) কখ কখ কখ খক

২১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো ?

ক) চুপড়ির কড়ি          খ) তেলের ভাঁড়          গ) নুনের বৈয়াম          ঘ) নারকেলের মালা

২২. আমেরিকার ‘নিউজ উইক’ পত্রিকা বঙ্গবন্ধুকে কী বলে আখ্যায়িত করেন ?

ক) জনতার কবি         খ) রাজনীতির কবি       গ) দার্শনিক কবি         ঘ) ঐতিহাসিক কবি

২৩. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় শাহবাজপুরের জোয়ান কৃষক কে ?

ক) কেষ্ট দাস             খ) সগীর আলী          গ) মতলব মিয়া          ঘ) রুস্তম শেখ

২৪. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় বসে কানাকুয়ো ডাকে ?

ক) সুপারি বন            খ) বাঁশ বন              গ) পচা ডোবা            ঘ) এঁদো ডোবা

২৫. ‘আমি তো মরে যাব, রেখে যাব সবাই’ গানের কথার সাথে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবের সংগতি আছে ?

ক) মৃত্যু চেতন            খ) প্রকৃতির বহমানতা    গ) মানুষের স্বপ্নময়তা     ঘ) কৃত্রিমতার ধ্বংস

২৬. ‘ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার।’- এখানে কবিচেতনা হলো-

  1. বিদ্রোহ ii. প্রতিবাদ             iii. প্রতিশোধ

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii                খ) i ও  iii               গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৭. ‘আমার পরিচয়’ কবিতায় কীসের সাথে ধর্মীয় চেতনা যুক্ত ?

ক) কৈবর্ত বিদ্রোহ        খ) সার্বভৌম বারোভুঁইয়া গ) ফরাইয়েজি আন্দোলন ঘ) রাষ্ট্রভাষা আন্দোলন

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একটি বিখ্যাত রচনায় ফটিক নামক এক দুরন্ত বালকের করুণ পরিণতির কথা সহজ-সরল ভাষায়, অল্পকথায়, নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করেছেন।

২৮. উদ্দীপকে উল্লেখিত রচনা সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বহন করে ?

ক) উপন্যাস              খ) ছোটোগল্প             গ) নাটক                 ঘ) প্রবন্ধ

২৯. উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো-

  1. ভাষার ব্যবহার ii. সমাপ্তির কৌশল iii. চরিত্র-সন্নিবেশ

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii                খ) i ও  iii               গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৩০. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবি (স.)-এর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক ?

ক) হিজরত              খ) মক্কা বিষয়            গ) হুদায়বিয়ার সন্ধি      ঘ) অন্ধব্যক্তির প্রতি আচরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *