বিষয়ঃ জীববিজ্ঞান
অধ্যায়ঃ ২
Full Time: 1 Hour 20 Minute Full Marks: 45
সৃজনশীল প্রশ্ন
১। X একটি সেন্ট্রিওলবিহীন প্রাণিকোষ এবং Y সংকোচন প্রসারণে সক্ষম প্রাণিকলা।
ক. Endocrinology কী?
খ. লাইসোসোমের কাজ লিখ।
গ. X এর চিহ্নিত চিত্র এঁকে এর গঠন বর্ণনা করো।
ঘ. তোমার পাঠ্যবইয়ের আলেকাে Y কলার গুরুত্ব লিখ।
২। কোষের সাইটোপ্রাজমে বৃত্তাকার, দন্ডাকার দ্বিস্তর আবরণী দ্বারা আবৃত অঙ্গাণু থাকে, যেখানে খাদ্য রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
ক. প্রজনন কী?
খ. সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. অঙ্গাণুটি জীবদেহে অনুপস্থিত, থাকলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।
৩। নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:
A = প্লাস্টিড, B = মাইটোকন্ড্রিয়া
ক. কোষরস কী?
খ. সেন্ট্রওলের দুইটি কাজ লেখ।
গ. B এর চিহ্নিত চিত্র অংকন কর।
ঘ. A ও B এর পার্থক্য আলোচনা কর।
বহুনির্বাচনী প্রশ্ন
১। শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?
ক. রাইবোসোমে খ. অক্সিসোমে
গ. কোয়ান্টোসোমে ঘ. ক্রোমোজোমে
২। ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কণিকার আধিক্যের জন্য সবুজ হয়?
ক. জান্থোফিল খ. ক্লোরোফিল
গ. ক্যারোটিন ঘ. ফাইকোসায়ানিন
৩। যৌন জনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে কোন ধরনের কোষ উৎপন্ন হয়?
ক. দেহ কোষ খ. জনন কোষ
গ. আদি কোষ ঘ. প্রকৃত কোষ
৪। কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে?
ক. সাইটোপ্লাজম খ. কোষপ্রাচীর
গ. কোষঝিল্লি ঘ. প্রোটোপ্লাজম
৫। কোষঝিল্লির ভাঁজকে কী বলে?
ক. মাইক্রোভিল্লি খ. প্লাজমালেমা
গ. সাইটোপ্লাজম ঘ. নিউক্লিওলাস
৬। কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়?
ক. মাইটোকন্ড্রিয়াকে খ. নিউক্লিয়াসকে
গ. গলজিবস্তুকে ঘ. রাইবোসোমকে
৭। সেন্ট্রিওল থাকে নিচের কোনটিতে?
ক. সেন্ট্রোজোম খ. সেন্ট্রোমিয়ার
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. প্লাস্টিড
৮। অ্যামিবা একটি প্রাণিকোষ কারণ এর
- কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ
- বর্ণ গঠনকারী অঙ্গ আছে
iii. কোষ ঝিল্লী দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। কোলেনকাইমা কোষে-
- কোষপ্রান্ত গোলাকার
- আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে
iii. পত্রবৃন্তে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। অভ্যন্তরীণ অঙ্গের অন্তর্ভুক্ত
- নাসিকা
- বৃক্ক
iii. ডিম্বাশয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। কোষ ঝিল্লির কাজ হলো
- পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ
- পার্শ্ববর্তী কোষকে আলাদা রাখা
iii. কোষকে দৃঢ়তা দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
⬜নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও:
মাসুম উদ্ভিদ দেহের আকষর্ণীয় কোষ অঙ্গাণু সম্পর্কে আলোচনা করছিল, যা কিনা পরাগায়নে সহায়তা করে।
১২। মাসুমের আলোচিত অঙ্গাণুটির নাম কী?
ক. রাইবোসোম খ. প্লাস্টিড
গ. সেন্ট্রোসোম ঘ. মাইটোকন্ড্রিয়া
১৩। উক্ত অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে-
- ক্লোরোফিল থাকায় এদের সবুজ দেখায়
iii. বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে
iii. বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা
গ. স্কেরেনকাইমা ঘ. ক্লোরেনকাইমা
১৫। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু বিদ্যমান?
ক. কিউবয়ডাল খ. কলামনার
গ. স্ট্র্যাটিফাইড ঘ. স্কোয়ামাস