SSC Biology
Chapter: 05
MCQ Question
১। দুধের শর্করাকে কী বলে?
ক. ল্যাকটোজ খ. সুক্রোজ
গ. গ্লুকোজ ঘ. গ্যালাকটোজ
২। গম, আলু, চালে শর্করা কিরূপে থাকে?
ক. গ্লুকোজ খ. সুক্রোজ
গ. স্টার্চ ঘ. ল্যাকটোজ
৩। কোনটি বহু শর্করা?
ক. গ্লুকোজ খ. সুক্রোজ
গ. গ্লাইকোজেন ঘ. ল্যাকটোজ
৪। কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
ক. আমিষ খ. শর্করা
গ. চর্বি ঘ. কোনোটিই নয়
৫। ডিমের কোন অংশে স্নেহ পদার্থ থাকে?
ক. কুসুম খ. সাদা অংশ
গ. উভয় অংশে ঘ. স্নেহ থাকে না
৬। ভিটামিন ‘সি’-এর উৎস কোনটি?
ক. আম খ. কাঁঠাল
গ. পেয়ারা ঘ. মটর
৭। কোনটি হতে ক্লোরিন পাওয়া যায়?
ক. দই খ. মাছ
গ. আপেল ঘ. ডাল
৮। আঁশযুক্ত খাদ্য কোনটি?
ক. মাছ খ. মাংস
গ. সবজি ঘ. ডিম
৯। পানি শোষণ ও মলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?
ক. সেলুলোজ খ. পেকটিন
গ. লিগনিন ঘ. রাফেজ
১০। ১০০ গ্রাম ‘গরুর দুধ থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
ক. ৬২ খ. ৬৫
গ. ৬৬ ঘ. ৬৭
১১। হাড় ভঙ্গুর হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
ক. রাতকানা খ. রক্তশূন্যতা
গ. আমাশয় ঘ. রিকেটস্
১২। বিশ্রামাবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে কী বলে?
ক. পেশিশক্তি খ. যান্ত্রিক শক্তি
গ. মৌল বিপাক শক্তি ঘ. তাপ শক্তি
১৩। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী?
ক. ডেন্টিন খ. এনামেল
গ. সিমেন্ট ঘ. দন্তমজ্জা
১৪। দাঁতের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৫। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক. হৃৎপিণ্ড খ. যকৃত
গ. ফুসফুস ঘ. অগড়ব্যাশয়