জীববিজ্ঞান
অধ্যায়ঃ ০৮
বহুনির্বাচনী প্রশ্ন
১. মানব দেহের বিষাক্ত প্রদার্থ নিষ্কাশন করে কোনটি?
ক. স্বায়ুতন্ত্র খ. শ্বসনতন্ত্র
গ. রেচনতন্ত্র ঘ. রক্ত সংবহতন্ত্র
২. আমিষ তৈরিতে ব্যবহৃত হয় কী?
ক. অ্যামাইনো এসিড খ. হাইড্রোক্লোরিক এসিড
গ. কার্বনিক এসিড ঘ. সালফিউরিক এসিড
৩. গ্লোমেরুলাসে কোন পদার্থটি আটকা পড়ে?
ক. পানি খ. ইউরিয়া
গ. আমিষ ঘ. গ্লুকোজ
৪. দেহের মূল রেচন পদার্থ কী?
ক. রক্ত খ.মূত্র
গ. মল ঘ. কার্বন ডাইঅক্সাইড
৫. মূত্রে পানির পরিমাণ কত ভাগ?
ক. ৮০ ভাগ খ. ৯০ ভাগ
গ. ৭০ ভাগ ঘ. ৬০ ভাগ
৬. মূত্রের অম্লতা বৃদ্ধির কারণ কী?
ক. ভিটামিন সমৃদ্ধ খাদ্য খ. স্নেহ জাতীয় খাদ্য
গ. শর্করা জাতীয় খাদ্য ঘ. আমিষ জাতীয় খাদ্য
৭. দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে কোনটি প্রধান ভূমিকা পালন করে?
ক. যকৃত খ. ফুসফুস
গ. বৃক্ক ঘ. মূত্র থলি
৮. ইউরিয়া কোথায় তৈরি হয়?
ক. বৃক্কে খ. যকৃতে
গ. দেহ কোষে ঘ. রেনাল ধমনিতে
৯. ইউরেটার থেকে মূত্র কোথায় যায়?
ক. বৃক্কে খ. পেলভিসে
গ. মূত্র থলিতে ঘ. মূত্রনালিতে
১০. দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?
ক. ফুসফুস খ. বৃক্ক
গ. হৃৎপিণ্ড ঘ. যকৃত
১১. প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ কী?
ক. বৃক্কে পাথর খ. বৃক্কে টিউমার
গ. যকৃতে পাথর ঘ. ফুসফুস ক্যান্সার
১২. উচ্চ রক্তচাপের কারণে কোন রোগটি হতে পারে?
ক. যকৃত ক্যান্সার খ. এইডস
গ. ফুসফুস ক্যান্সার ঘ. কিডনি বিকল
১৩. কিডনি বিকল হলে রক্তে কোন উপাদান বৃদ্ধি পায়?
ক. অণুচক্রিকা খ. লোহিত কণিকা
গ. ক্রিয়েটিনিন ঘ. শ্বেত কণিকা
১৪. বৃক্ক চিকিৎসায় ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি?
ক. ডায়ালাইসিস খ. বৃক্ক প্রতিস্থাপন
গ. ঔষধ সেবন ঘ. বৃক্ক শোধন
১৫. কোন ধরনের মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে সংযোজন করা যায়?
ক. ফিজিক্যাল ডেথ খ. ব্রেন ডেথ
গ. ফুল ডেথ ঘ. ক্লিনিক্যাল ডেথ