অধ্যায়-১
১. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
ক. আল-কেমি খ. আল-কেমিয়া গ. আল-ক্যামিস্ট্রি ঘ. অল-কিমিয়া
২. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে?
ক. ২৪০০ খ. ২৬০০ গ. ২৩০০ ঘ. ২৫০০
৩. কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?
ক. ভৌত প্রক্রিয়ায় খ. রাসায়নিক প্রক্রিয়ায়
গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ঘ. ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
৪. সর্বপ্রম স্বর্ণ আহরণ শুরু করে কারা?
ক. মিসরীয়রা খ. আরবীয়ারা গ. ব্রিটিশরা ঘ. রোমানরা
৫. প্রাচীন আল-কেমি কিসের জন্ম দিয়েছে?
ক. আধুনিক সভ্যতার খ. রসায়ন শিল্পের গ. নগরায়নের ঘ. পরিবেশ আন্দোলনের
৬. নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?
ক. সীসা খ. লোহা গ. স্বর্ণ ঘ. দস্তা
৭. মোম হলো-
ক. নাইট্রোজেনের যৌগ খ. কার্বনের যৌগ
গ. হাইড্রোজেনের যৌগ ঘ. কার্বন ও হাইড্রোজেনের যৌগ
৮. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. হাইড্রোক্সাইড ঘ. লবণ
৯. প্রাকৃতিক গ্যাস কোনটি?
ক. CH4 খ. NH4 গ. CH3 ঘ. NH3
১০. দহন কী ধরনের প্রক্রিয়া?
ক. জৈব রাসায়নিক খ. জৈবিক গ. ভৌত ঘ. রাসায়নিক
১১. কোনটি অজৈব যৌগ?
ক. শ্বেতসার খ. আমিষ গ. খাবার লবণ ঘ. চর্বি
১২. বিশুদ্ধ পানিতে থাকে কোনটি?
ক. খনিজ পদার্থ খ. হাইড্রোজেন গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন ও অক্সিজেন
১৩. অক্সিজেনের উৎস কোনটি?
ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. কার্বন ডাইঅক্সাইড
১৪. তন্তু তৈরি হয় কোন প্রক্রিয়ায়?
ক. রাসায়নিক প্রক্রিয়ায় খ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
গ. দহন প্রক্রিয়ায় ঘ. জারণ প্রক্রিয়ায়
১৫. উদ্ভিদ খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়?
ক. সালোকসংশ্লেষণ খ. শ্বসন গ. অভিস্রবণ ঘ. প্রস্বেদন