১। (ঢা.বো.২৩)
- i) SO3
- ii) CaCl2
ক) যৌগমূলক কাকে বলে?
খ) অ্যানায়ন কিভাবে গঠিত হয়?
গ) (ii) নম্বর অণুটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখা করো।
ঘ) (i) নম্বর বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
২। (ঢা.বো.২৩)
NaCl একটি যৌগ যার গলনাঙ্ক 801 এবং স্ফুটনাঙ্ক 1465। অপর একটি যৌগ HCl।
ক) ঊর্ধ্বপাতন কাকে বলে?
খ) লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন – ব্যাখা করো।
গ) ১ম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কনসহ ব্যাখা করো।
ঘ) ১ম ও দ্বিতীয় যৌগের বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে – যুক্তিসহ বিশ্লেষণ করো।