১। রাসায়নিক বিক্রিয়াসমূহ কে কয়টি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২। X+2HCL CaCl2 + CO2 + Y, বিক্রিয়ায় X ও Y কি?
ক) Ca(NO3)2 ও NO2 খ) CaCO3 ও H2O
গ) CaO ও O2 ঘ) CaCO3 ও H2
৩। ভৌত পরিবর্তনের ফলে-
- i) অণুর গঠনের পরিবর্তন হয়
- ii) বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়না
iii) তাপ শক্তির শোষণ বা ত্যাগ ঘটেনা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৪। কোনো বিক্রিয়াকে একমুখী করণের উপায় কি?
ক) বিক্রিয়ক অপসারণ খ) তাপ প্রয়োগ
গ) যেকোনো একটি উৎপাদ অপসারণ ঘ) চাপ প্রয়োগ
৫। N2+3H2 2NH3 , বিক্রিয়ায়
- i) তাপ উৎপন্ন হয়
- ii) প্রয়োজনীয় চাপ 200-250 atm
iii) বিক্রিয়া সংঘটনে তাপ 300
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৬। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত?
ক) -1/2 খ) ½ গ) -2 ঘ) +2
৭। O2 এ অক্সিজেনের জারণ মান-
ক) শূন্য খ) দুই গ) তিন ঘ) চার
৮। ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ মান কত?
ক) +1 খ) +2 গ) +4 ঘ) +6
৯। ZnO + C Zn + CO বিক্রিয়াটি-
ক) প্রশমন খ) দহন গ) রেডক্স ঘ) আর্দ্র বিশ্লেষণ
১০। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেনা কোন বিক্রিয়ায়?
ক) অধক্ষেপন খ) বিয়োজন গ) দহন ঘ) সংযোজন
১১। কোন বিক্রিয়ায় চাপের প্রভাবে নেই?
ক) N2+3H2 2NH3 খ) 2SO2+O22SO3
গ) N2+O22NO ঘ) H2+O2 2H2O
১২। PCl5 PCl3+Cl2 বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে-
ক) উৎপাদ বাড়বে খ) সাম্যবস্থা অপরিবর্তিত থাকবে
গ) বিক্রিয়ক বাড়বে ঘ) সাম্যবস্থা ডান দিকে যাবে
১৩। পটাশিয়াম ক্লোরেট কে উত্তপ্ত করলে লবণ (X) ও গ্যাস Y পাওয়া যায়। প্রাপ্ত পদার্থের মধ্যে-
- i) X পানিতে দ্রবণীয়
- ii) B একটি বিজারক
iii) X যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস একই
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৪। নিচের কোনটি বিজারক পদার্থ?
ক) K2CrO7 খ) HNO3 গ) H2O3 ঘ) Na2S2O3
১৫। কোনটি একইসাথে জারক ও বিজারক হিসেবে কাজ করে?
ক) CuSO4 খ) SO2 গ) FeSO4 ঘ) H2
১৬। কোনটি বিজারক?
ক) Cu2