SSC Physics Chapter 8 MCQ

SSC 25 

Subject: Physics 

Chapter: 08 (আলোর প্রতিফলন)

 

১. দর্পণে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে?
ক. ব্যাপ্ত প্রতিফলন
খ. অনিয়মিত প্রতিফলন
গ. নিয়মিত প্রতিফলন
ঘ. সমান্তরাল প্রতিফলন

২. একটি সমতল দর্পণকে কত কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি ৬০° কোণে ঘুরে যায়?
শ ৩০°
খ ৮০°
গ ৯০°
ঘ ১২০°

৩. একটি সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠের সাথে ৬০° কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?
ক ৬০°
খ ৯০°
গ ০°
শ ৩০°

৪. গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কী বলে?
ক. মেরু
খ. বক্রতার কেন্দ্র
গ. প্রধান ফোকাস
ঘ. ফোকাস তল

৫. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30 cm এর বক্রতার ব্যাস কত?
ক. 30 cm
খ. 40 cm
গ. 60 cm
ঘ. 120 cm

৬. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
ক. ছোট হবে
খ. বড় হবে
গ. খর্বিত হবে
ঘ. সমান হবে

৭. সমতল দর্পণে 10 cm উচ্চতাবিশিষ্ট লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া প্রয়োজন?
ক. 20 cm
খ. 15 cm
গ. 10 cm
ঘ. 5 cm

৮. সমতল দর্পণের কোথায় বিম্ব গঠিত হয়?
ক. দর্পণের সামনে
খ. দর্পণের পেছনে
গ. দর্পণের বাহিরে
ঘ. কোনটিই নয়

৯. অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
ক. বাস্তব ও সোজা
খ. বাস্তব ও উল্টো
গ. অবাস্তব ও সোজা
ঘ. অবাস্তব ও উল্টো

১০. অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কোন্টি?
শ সদ ও বিবর্ধিত
খ. সদ ও খর্বিত
গ.. অসদ ও বিবর্ধিত
ঘ অসদ ও খর্বিত

১১. লক্ষবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
ক. সদ ও সোজা
শ. অসদ ও সোজা
গ. সদ ও উল্টা
ঘ. অসদ ও উল্টা

১২. একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ ২০ সে.মি. হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
ক. ২ সে. মি.
খ. ১০ সে. মি.
গ. ২০ সে. মি.
ঘ. ৪০ সে. মি.

১৩. সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
ক ৯০°
খ ২৭০°
গ ৩৬০°
শ ১৮০°

১৪. কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক. সমতল দর্পণ
খ. উত্তল দর্পণ
গ. অবতল দর্পণ
ঘ. গোলীয় দর্পণ

১৫. নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
ক. সমতল দর্পণ
খ. উত্তল দর্পণ
গ. অবতল দর্পণ
ঘ. গোলীয় দর্পণ

১৬. রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক. সমতল দর্পণ
খ. অবতল দর্পণ
গ. উত্তল দর্পণ
ঘ. গোলীয় দর্পণ

১৭. ড্রেসিং টেবিলে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
ক. সমতল দর্পণ
খ. উত্তল দর্পণ
গ. অবতলোত্তল দর্পণ
ঘ. অবতল দর্পণ

১৮. ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক. উত্তল দর্পণ
খ. অবতল দর্পণ
গ. সমতল দর্পণ
ঘ. উত্তলাবতল দর্পণ

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *