অধ্যায়-৮
আলোর প্রতিফলন
(অনুশীলন অংশ)
জ্ঞানমূলক অংশ
১। আলোর প্রতিফলন কাকে বলে?
২। প্রতিফলন কয় প্রকার?
৩। নিয়মিত প্রতিফলন কাকে বলে?
৪। ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন কাকে বলে?
৫। প্রতিফলনের সূত্র কয়টি ও কি কি?
৬। দর্পণ কাকে বলে ও কয় প্রকার?
৭। সমতল দর্পণ কাকে বলে?
৮। গোলীয় দর্পণ কাকে বলে ও কয় প্রকার?
৯। বিম্ব কাকে বলে?
১০। অবতল দর্পণ কাকে বলে?
১১। উত্তল দর্পণ কাকে বলে?
১২। প্রধান ফোকাস কি?
১৩। মেরু বিন্দু কি?
১৪। প্রধান অক্ষ কাকে বলে?
১৫। বক্রতার কেন্দ্র কি?
১৬। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
১৭। পেরিস্কোপ কাকে বলে?
অনুধাবন অংশ
১। আলোর প্রতিফলনের সূত্র ব্যাখা কর।
২। অবতল দর্পণের অবাস্তব বিম্ব সবসময় বিবর্ধিত হয়। ব্যাখা কর।
৩। গোলীয় দর্পণ কয় প্রকার ও কি কি ব্যাখা কর।
৪। অবতল দর্পণ কে অভিসারি দর্পণ বলা হয় কেন ব্যাখা কর। (রা’১৬)
৫। উত্তল দর্পণ কে অপসারি দর্পণ বলা হয় কেন ব্যাখা কর।
৬। নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলনের পার্থক্য লিখ।
৭। ব্যাপ্ত প্রতিফলন কি ব্যাখা কর।
৮। বাস্তব বিম্ব কি ব্যাখা কর।
৯। সরল পেরিস্কোপের গঠন ব্যাখা কর। (সি’১৫)
১০। দর্পণের বিবর্ধন 2 বলতে কি বোঝায়?
১১। বাস্তব ও অবাস্তব বিম্বের পার্থক্য লিখ।
গাণিতিক অংশ
১। কোনো 12 cm ফোকাস দূরত্বের অবতল দর্পণের 20cm সামনে একটি 5cm দৈর্ঘ্যের বস্তু রাখা হলে, বিম্বের অবস্থান-প্রকৃতি ও আকার নির্ণয় কর।
২। কোনো 12 cm ফোকাস দূরত্বের উত্তল দর্পণের 20cm সামনে একটি 5cm দৈর্ঘ্যের বস্তু রাখা হলে, বিম্বের অবস্থান-প্রকৃতি ও আকার নির্ণয় কর।
৩। একটি উত্তল দর্পণের 4cm সামনে একটি বস্তু রাখা হলে 3cm পিছনে বিম্ব গঠিত হলে ফোকাস দূরত্ব নির্ণয় কর।
৪। 20 cm বক্রতার কেন্দ্রবিশিষ্ট একটি অবতল দর্পণের কোথায় একটি বস্তু রাখলে এর বিম্ব দ্বিগুণ আকারের পাওয়া যাবে?
এই অধ্যায়ের সাজেশনের উত্তর সহ পেতে আমাদের WhatsApp এ যোগাযোগ করুন।
লিখেছেনঃ
মুরাদ স্যার (BSc, CSE)