SSC Physics
Chapter: 08 (Theory)
এই অধ্যায়ের টপিকসমূহঃ
- আলোর প্রতিফলনের সূত্র ও দর্পণের প্রকার
- সমতল, অবতল ও উত্তল দর্পণে বিম্ব অঙ্কন
- বস্তু, বিম্ব এর অবস্থান ও ফোকাস দূরত্ব নির্ণয়
- বিম্বের বিবর্ধন সম্পর্কিত অঙ্ক
আলোর প্রতিফলনঃ আলো কোনো স্বচ্ছ মাধ্যমে চলতে চলতে যখন অন্যকোনো মাধ্যমের বিভেদতলে আপতিত হয় তখন আলো আবারও প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে।
প্রতিফলনের সূত্রঃ
- i) আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও বিভেদতলের উপর অঙ্কিত লম্ব একই সমতলে অবস্থান করে।
- ii) আপাতন কোণ ও প্রতিসরণ কোণ পরস্পর সমান।
প্রতিফলনের প্রকারঃ
ক) নিয়মিত প্রতিফলনঃ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন কোনো মাধ্যমে প্রতিফলনের পরেও সমান্তরাল থাকে তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে।
খ) অনিয়মিত প্রতিফলনঃ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন কোনো মাধ্যমে প্রতিফলনের পরেও সমান্তরাল থাকে না তখন তাকে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলে।
দর্পণ ও প্রকারঃ
যে মসৃণ তলে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। দর্পণ দুই প্রকার।
ক) সমতলঃ যে মসৃণ সমতলে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন হয় তাকে সমতল দর্পণ বলে।
খ) গোলীয়ঃ যে মসৃণ গোলীয় তলে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন হয় তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ আবার দুই প্রকার। উত্তল ও অবতল দর্পণ।
উত্তল দর্পণঃ যে গোলীয় তলের উত্তল পৃষ্ঠ প্রতিফলক রুপে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে।
অবতল দর্পণঃ যে গোলীয় তলের অবতল পৃষ্ঠ প্রতিফলক রুপে কাজ করে তাকে অবতল দর্পণ বলে।
গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু রাশিঃ
কেন্দ্র বা বক্রতার কেন্দ্রঃ একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের বক্রতার কেন্দ্র বলে।
মেরুঃ কোনো গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে।
প্রধান অক্ষঃ একটি গোলীয় দর্পণের কেন্দ্র ও মেরু সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।
গৌণ অক্ষঃ একটি গোলীয় দর্পণের কেন্দ্র ও প্রতিফলক পৃষ্ঠের যেকোনো বিন্দু সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।
এই অধ্যায়ের পুরো শিটটি পেতে আমাদের WhatsApp এ যোগাযোগ করুন।
লিখেছেনঃ মুরাদ স্যার (BSc. CSE)