নিষ্ক্রিয় মৌলঃ যেসকল মৌলের সর্বশেষ শক্তিস্তর পূর্ণ থাকে অর্থাৎ স্থিতিশীল সেগুলোকে নিষ্ক্রিয় মৌল বলে। এরা স্থিতিশীল থাকে বিধায় খুব সহজে কারো সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা। আর অন্য সকল মৌল ইলেক্ত্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে এদের মতো হতে চায়। কারণ, সকল মৌলই বন্ধন গঠনের মাধ্যমে স্থিতিশীল হতে চায়।
পর্যায় সারনীর 18 নং গ্রুপের মৌলসমূহ হচ্ছে নিষ্ক্রিয় মৌল। যেমনঃ He, Ne, Ar, Kr ইত্যাদি।