ধাতু কি?
ধাতুঃ যে সকল মৌলের সর্বশেষ শক্তিস্তরে 1/2/3 টি ইলেকট্রন থাকে এবং বন্ধন গঠনের সময় ইলেকট্রন দান করে ধনাত্বক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে।
ধাতু চেনার সহজ উপায়
কিছু কমন ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাম (আয়রন), কাপরাম (কপার), স্কেন্ডিয়াম, টাইটানিয়াম, লিথিয়াম, স্ট্রনশিয়াম, রুবিডিয়াম ইত্যাদির শেষে য়াম উচ্চারিত হয়)
সাধারণত, পর্যায় সারনীর বাম দিকে ধাতু অবস্থান করে। যেমনঃ এক ও দুই নম্বর গ্রুপকে যথাক্রমে ক্ষারধাতু ও মৃৎক্ষার ধাতু বলে।
*তোমার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো এখনই!
Written by Mehedi Hasan Murad Sir (WhatsApp: 01860005488)